রাজবাড়ী জেলা প্রতিনিধি।
ঘন কুয়াশায় সাড়ে ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কুয়াশা কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে কুয়াশা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে শুক্রবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন গাংচিল টিভি নিউজকে বলেন, সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মধ্যরাত থেকে ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক ও কিছু যাত্রীবাহী বাস আটকে ছিল। এখন সিরিয়াল অনুযায়ী সেগুলো পার করা হচ্ছে। বর্তমানে এই নৌরুটে ১১টি ফেরি চলাচল করছে।