অপূর্ব কুমারঃ- রাজবাড়ী জেলা প্রতিনিধি।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের বন্যতৈল থেকে এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে নয়টায় তার বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত স্কুলছাত্রের নাম অপূর্ব বিশ্বাস (১৫)। তার বাবার নাম নিরোধ চন্দ্র বিশ্বাস। তিনি জঙ্গল ইউনিয়নের বন্যতৈল গ্রামের বাসিন্দা। অপূর্ব জঙ্গল সম্মিলনী আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। এবার তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
অপূর্ব বিশ্বাসের চাচা রূপ কুমার বিশ্বাস বলেন, গতকাল রোববার সে নামযজ্ঞানুষ্ঠানে ছিল। রাতে বাড়িতে আসে। বাড়ি এসে খাওয়াদাওয়া করে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ে। সকাল হলেও সে ঘুম থেকে উঠছিল না। তাকে অনেক ডাকাডাকি করা হয়। একপর্যায়ে ঘরের জানালা দিয়ে দেখতে পান, ঘরের আড়ার সঙ্গে অপূর্ব ঝুলছে। তিনি চিৎকার দিলে বাড়ি ও আশপাশের লোকজন এগিয়ে আসে। ঘরের দরজা ভেঙে তাকে বের করা হয়। ততক্ষণে সে মারা যায়।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, আত্মহত্যার কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।