হঠাৎ দমকা হাওয়া এসে
ভাঙলো বিশালতা।
থমকে গেলো উড়ুক্কু সরলতা।
ছিন্ন হলো সবুজ সংসার
আবেগেরা হলো ভয়ানক বেইমান।
কারা যেন; তেপান্তরের খোশমেজাজে
বাণীতে কাদের ইতিহাস রচিত? বিস্ময়।
শৈবালে বিষাক্ত ফাঁদ
হাসিতে মৃত্যু ঘ্রাণ।।
অবুঝ রোগে বিশেষত্ব’র ছিলো না ভয়;
আর ; না ছিলো লোভার্তু লোচন।
আক্ষেপের কায়া জুড়ে আর্তনাদ
মিথ্যার তাবিজে হারের উপমা
বাস্তবিকতার হরফে মন্তব্য কঠিন।
কারা যেন ; হাসে! নাটকীয় মুখ।
কারা যেন; লাশের গন্ধে পায় সুখ।
সত্য শব্দার্থে ভাসে জারজের সুখ
হায়েনারডাক চতুর্দিক ভ্রাতা সাবধান।
লেখাকালঃ ২৭-১২-২২
সময় সন্ধ্যা ৬.১২ মিঃ ৬.৪৩
Leave a Reply