কে,এম,মোজাপ্ফার হুসাইনঃ-
ঋতু পরিক্রমায় বছর ঘুরে বাঙ্গালীর দুয়ারে এসেছে পৌষ। আর এই পৌষ মাসে ভক্তের মনস্কামনা পূরণার্থে ধরণীর বুকে আবির্ভূতা হয়েছেন মা পৌষ কালী। তাই পরম করুনাময়ের অপার কৃপায় অগনিত সুধী ভক্তবৃন্দের অকুণ্ঠ সহায়তায় অশুভ শক্তির বিনাশ, নিখিল বিশ্বের মানবতা, মানবিক ও শুভ সার্বিক কল্যাণ কামনায়“খাকুন্দী সর্বজনীন শ্রী শ্রী কালী মন্দিরে” সদানন্দময়ী, মহাকালের মনমোহিনী, দিগম্বরী, করাল বদনী, আধ্যাশক্তি শ্রী শ্রী কালী মায়ের পূজার্চনায় ব্রতী হয়েছে।
আর্তিভরা হৃদয়ে সকল সুধী ভক্তবৃন্দ, অন্তরে ভক্তি-শ্রদ্ধা সহকারে ৪(দিন) ব্যাপী সনাতনী মহামহিমান্বিত এ ধর্মীয় অনুষ্ঠানের প্রতিটি পর্বে উপস্থিত থেকে ধর্মীয় মাহাত্ম উপভোগ করার মধ্যো দিয়ে শেষ হয়েছে
সর্বজনীন পৌষ কালী পূজা।
২১শে ডিসেম্বর রোজঃ বুধবার
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
প্রধান অতিথি: বাবু ফাল্গুণ মন্ডল সভাপতি, নওয়াপাড়া হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন, অভয়নগর, যশোর।
বিশেষ অতিথি: জনাব মোঃ সিরাজুল ইসলাম ফকির ইউপি সদস্য ১৭ নং মনোহরপুর ইউনিয়ন পরিষদ
মণিরামপুর, যশোর ।
বিশেষ অতিথি: বাবু ভবেন্দ্রনাথ মন্ডল বিশিষ্ট ঘের ব্যবসায়ী, পাঁজিয়া, কেশবপুর, যশোর
২২শে ডিসেম্বর ২০২২ খ্রিঃ) রোজঃ বৃহস্পতিবার
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
প্রধান অতিথি: বাবু কালিপদ মন্ডল সভাপতি, ১৭নং মনোহরপুর ইউনিয়ন আওয়ামীলীগ, মণিরামপুর, যশোর ।
বিশেষ অতিথি: বাবু অর্জুন রায় পরিচালক, পল্লী উন্নয়ন কৃষি সমবায় সমিতি লিঃ ভবানীপুর,
অশোক কুমার রায় পরিচালক সেভ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ
৭ই পৌষ ১৪২৯ বাং, (২৩শে ডিসেম্বর ২০২২ খ্রিঃ) রোজঃ শুক্রবার
উপস্থিত ছিলেন
প্রধান অতিথি:
জনাব আবু সাইদ লাভলু
যুগ্ম আহবায়ক কেশবপুর উপজেলা আওয়ামী যুবলীগ
উপস্থিত ছিলেন জনাব কামাল মোড়ল ইউপি সদস্য ১৭ মনোহরপুর ইউনিয়ন পরিষদ
ইউপি সদস্য জনাব মোস্তফা গাজী
বিশেষ অতিথি:
এস,এম জাহিদুজ্জামান
সভাপতি আওয়ামীলীগ ও যুবলীগ ১৭ নং মনোহরপুর ইউনিয়ন শাখা
বিশেষ অতিথিঃ আব্দুল্লাহ আল মামুন
আহবায়ক, ১৭নং মনোহরপুর ইউনিয়ন ছাত্রলীগ ।
বিশেষ অতিথি: বাবু গৌতম সরকার।
এ সময় অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন পূজা উদযাপন কমিটি।
অনুষ্ঠান উদ্বোধন ও স্বাগতিক বক্তব্য প্রদান করেন
সিরাজুল ইসলাম ফকির
ইউপি সদস্য ১৭ নং মনোহরপুর ইউনিয়ন পরিষদ
(২০শে ডিসেম্বর ২০২২ইং) রোজঃ মঙ্গলবার পূজারম্ভ রাত ১০:০০ ঘটিকায় এবং পূজান্তে প্রসাদ বিতরণ করা হয়।
(২১শে ডিসেম্বর ২০২২ইং) রোজঃ বুধবার রাত ৯.০০ ঘটিকায়ঃ সামাজিক যাত্রাপালা “বধু পেলো না সংসার” অনুষ্ঠিত হয়
সভাপতিত্ব করবেন: বাবু ইন্দ্রজিৎ রায়, সভাপতি, খাকুন্দী সর্বজনীন শ্রী শ্রী পৌষ কালী পূজা উদ্যাপন কমিটি।
(২২শে ডিসেম্বর ২০২২ইং) রোজঃ বৃহস্পতিবার
রাত ৯.০০ ঘটিকায়ঃ সামাজিক যাত্রাপালা “মা হলো বন্ধী অনুষ্ঠিত হয়
(২৩শে ডিসেম্বর ২০২২ইং) রোজঃ শুক্রবার
রাত ৮.০০ ঘটিকায়ঃ সাংস্কৃতিক সন্ধ্যা। পরিবেশনায়ঃ শিল্পী এন্ড্রু মনির ও বাউল রসিদ বাংলাদেশ বেতার। অনুষ্ঠানের মধ্যো দিয়ে
৪ দিন ব্যাপী সর্বজনীন শ্রী শ্রী পৌষ কালী পূজা উৎসব শেষ হয়।