অমল কৃষ্ণ পালিত, যশোর জেলা প্রতিনিধি ঃ- “প্রাণ থাকলেই প্রাণী হওয়া যায়, কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে হবে। ভোগ না করে ত্যাগ করা শিখতে হবে। সর্বোপরি নিজেকে সুখী করতে হলে অবশ্যই মানুষের পাশে থাকতে হবে।” ২৪ ডিসেম্বর শনিবার যশোর সদর উপজেলার রূপদিয়ার ঐতিহ্যবাহী ডাঃ রোস্তম আলী শিক্ষা ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত বক্তারা একথা বলেন। স্থানীয় বিত্তবানদেরকে দুঃস্থ্য ও মেধাবীদের পাশে থাকার আহ্বানও জানান তারা।
এদিন রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমী চত্বরে সকাল ১০টায় মোঃ হাবিবুল আহসান বাবলু’র সঞ্চালনায় অনুষ্ঠিত ‘ডাঃ রোস্তম আলী শিক্ষা ট্রাস্ট’ কর্তৃক আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, যশোর এর চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আহসান হাবিব, বিশেষ অতিথি হিসেবে যশোর জেলা শিক্ষা কর্মকর্তা এ.কে.এম গোলাম আযম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, যশোর জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাড. কাজী ফরিদুল ইসলাম, রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমী’র প্রধান শিক্ষক ও ট্রাস্টের সদস্য সচিব বি.এম জহুরুল পারভেজ উপস্থিত ছিলেন। ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি আমেরিকা প্রবাসী আবুল কালাম মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ট্রাস্টের অন্যতম সদস্য সুফিয়া খাতুনসহ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বৃত্তি পাওয়া শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘ডাঃ রোস্তম আলী শিক্ষা ট্রাস্ট’ ২০০১ সাল থেকে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধার ভিত্তিতে নিয়মিত বৃত্তি প্রদান করে থাকেন। এরই ধারাবাহিকতায় শনিবার সদর উপজেলার নরেন্দ্রপুর, কচুয়া, রামনগর ও বসুন্দিয়া ইউনিয়নের প্রতিটি মাধ্যমিক পর্যায় থেকে ৫ জন করে ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বমোট ১৩০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করেন। বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে ২৫০জন দুঃস্থকে শাড়ি ও খাবার এবং ৩২জন কোরানের হাফেজকে পাজামা-পাঞ্জাবি ও খাবার বিতরণ করেন।
Leave a Reply