মতিন গাজী, অভয়নগর উপজেলা প্রতিনিধিঃ-
অভয়নগরে পায়রাহাট ইউনাইটেড কলেজে দুই দিনব্যাপী প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠান আজ থেকে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় কলেজের সভাকক্ষে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে পূর্ণমিলন অনুষ্ঠানের আহবায়ক ও পায়রাহাট ইউনাইটেড কলেজের অধ্যক্ষ সেলিম ইকবালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্যবৃন্দ।
জানা যায়,যশোরের গুরুত্বপূর্ণ উপজেলা অভয়নগরের ৩ নং চলিশিয়া ইউনিয়ন ও পায়রা ইউনিয়নের মিলনস্থলে ২০০৪ সালে কিছু মহৎপ্রাণ ব্যক্তি একঝাঁক শিক্ষকদের নিয়ে প্রতিষ্ঠা করেন পায়রাহাট ইউনাইটেড কলেজ এবং ২০০৫ সাল থেকে একাডেমিক কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত উক্ত কলেজ থেকে ১৫টি ব্যাচ পাশ করে বের হয়েছে। সেইসব শিক্ষার্থীদের আয়োজনে আজ ২৫ শে ডিসেম্বার ও আগামীকাল ২৬ শে ডিসেম্বর ২দিন ব্যাপী পুনর্মিলনী উৎসব ও কলেজে নির্মানাধীন বন্যা আশ্রয়কেন্দ্রে ভিত্তি ফলক উন্মোচন করা হবে।
প্রথম দিন উদ্বোধন,শোভাযাত্রা,ভাষন স্মৃতিচারণ ও সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।
অনুষ্ঠান উদ্বোধন করবেন কলেজের সভাপতি জাকির হোসেন তরফদার, পূর্ণমিলনী ভাষন প্রদান করবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবুল ফজল, আলোচনা করবেন তেল ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি হাসানুজ্জামান রিপন,এতে সভাপতিত্বে করবেন কলেজের অধ্যক্ষ সেলিম ইকবাল।
দ্বিতীয় দিন নতুন ভবনের ভিত্তি ফলক উন্মোচন করবেন ও উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দেবেন ৮৮-যশোর-৪: আসনের সংসদ সদস্য বাবু রনজিত কুমার রায় (এম পি)। অনুষ্ঠান সঞ্চালনা করবেন প্রথম ব্যাচের শিক্ষার্থী শহিদুল ইসলাম।