মতিন গাজী, যশোর অভয়নগর প্রতিনিধিঃ- আজ ২৩ ডিসেম্বর শুক্রবার আলহাজ্ব আফছার আলী ট্রাস্ট স্কলারশিপ পরীক্ষা-২০২২ আফসার মেহেরুন মডার্ন কলেজিয়েট স্কুলে অনুষ্ঠিত হয়েছে।যশোর সদর, বাঘারপাড়া,অভয়নগর উপজেলার মোট ১০২ টি স্কুলের ৪০৭ জন অংশগ্রহণ করে। পরীক্ষায় মেধা যাচাই এর মাধ্যমে সর্বমোট ৮৮ জনকে বৃত্তি প্রদান করা হবে।
টপ টেন ১০ জনকে সর্বমোট ২২ হাজার টাকা এবং অন্যান্যকে ১ লক্ষ টাকা বৃত্তি হিসেবে দেয়া হবে।
মেধা তালিকায় প্রথম অধিকারী পাবে এককালীন ৩০০০ টাকা।
আলহাজ আফছার আলী ট্রাস্ট স্কলারশিপ ২০০৩ সাল থেকে চালু রয়েছে এবং এ অঞ্চলের শত শত শিক্ষার্থী উপকৃত হচ্ছে বলে জানান শিক্ষক অভিভাবকরা। আমেরিকা প্রবাসী আলহাজ্ব আফছার আলী এই বৃত্তি প্রদান করে থাকেন।
প্রধান শিক্ষক
মো:মাহবুব হোসেন জানান, নির্বাচিত শিক্ষার্থীরা যার যার স্কুলে বসেই স্কলারশিপের টাকা পেয়ে যাবে।
Leave a Reply