আবুল কাশেম
নড়াইল কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নে জুবায়ের হোসেন বিশ্বাসের ইট ভাটা থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করেছে নড়াইল ডিবি পুলিশ। ( ৬ ডিসেম্বর) জেলা গোয়েন্দা শাখার টিম কালিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে জুবায়ের বিশ্বাসের এম বিসি ইটভাটা এলাকায় কতিপয় অবৈধ মাদকদ্রব্য বিক্রির জন অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য ডিবি টিম পৌছালে তাদের উপস্থিত টের পেয়ে হৃদয় শেখ পিতা জব্বার শেখ ও হৃদয় শেখ পিতা শরিফুল শেখ পালানোর চেষ্টা করেন। তখন তাদের তল্লাশী করে ব্যাগের মধ্যে থেকে দেশীয় ওয়াটার গান, ৩ টি বন্ধুকের কার্তুজ উদ্ধার করা হয়। সাংবাদিক সম্মেলনে এই তথ্য দেন জেলা ডিবি পুলিশ। এসময় উপস্থিত ছিলেন, ওসি সাজেদুর ইসলাম, ডি এসবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর শরিফুল হক,পুলিশ পরিদর্শক নাজমুল হুদা জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক ( টি আই) কাজী হাসানুজ্জামান প্রমুখ।
Leave a Reply