কে,এম,মোজাপ্ফার হুসাইন:
যশোরের মণিরামপুর উপজেলায় প্রতিষ্ঠিত বঙ্গমাতা ফজিলাতুননেছা মহিলা সমবায় সমিতি মনোহরপুর শাখার মাসিক সভা (৫ডিসেম্বর) সোমবার অনুষ্ঠিত হয়েছে। মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস কক্ষে সমিতির সভাপতি মনিরা খাতুন মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার এসএম মঞ্জুরুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা সমবায় অফিসের পরিদর্শক মোঃ শাদিমুজ্জোহা, প্রধান সহকারি আব্দুল হামিদ, সিনিয়র সাংবাদিক জেমস রহিম রানা, মনোহরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার মশিউর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালীপদ মন্ডল ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান।
সভায় সমিতির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে জেলা সমবায় কর্মকর্তা বলেন, দেশের উন্নয়নে নারীদের ভূমিকা অনেক। এই সমিতি গঠণ করে এলাকার শিক্ষিত নারীরা যে স্বাবলম্বী হচ্ছে এটা প্রশংসনীয়। তিনি বলেন, এইসমস্ত নারীদের মধ্যে থেকেই ভবিষ্যতে সফল নারী নেতৃত্ব গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। তিনি অতি দ্রুত এই সমিতির সদস্যদের স্বাবলম্বী হতে সরকারি ঋণদানসহ যাবতীয় সুযোগ সুবিধা দেবেন বলে জানান। সভায় সমিতির ৩০ সদস্যের সবাই উপস্থিত ছিলেন।