রাজবাড়ী জেলা প্রতিনিধি।
রাজবাড়ী পৌরসভার হল রুমে কর্মী সম্মেলন শুরুর আগে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু
জাতীয় পার্টি কারও অধীনে নয়। আমরা দেশের তৃতীয় বৃহত্তর রাজনৈতিক দল। কয়েকবার আমরা আওয়ামী লীগের সঙ্গে জোট করেছি। কিন্তু ৩২ বছর ধরে আওয়ামী লীগ ও বিএনপি পালাক্রমে দেশ শাসন করলেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। ব্যাপক দুর্নীতি হয়েছে। এজন্য দেশের মানুষ এখন তাদের বাইরে অন্য কাউকে চায়। সেই দলটি আমরা হতে পারি। সেজন্য আগামী নির্বাচনে জাতীয় পাটি এককভাবে অংশ নিয়ে ৩০০ আসনে লড়বে।
শনিবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজবাড়ী পৌরসভার হল রুমে কর্মী সম্মেলন শুরুর আগে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এসব কথা বলেন।
পরে রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির সদস্য নাজমা আক্তার, উপদেষ্টা অ্যাডভোকেট নূরুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ।
এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের জাতীয় পার্টিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।