আশিকুর রহমান, নেত্রকোনা প্রতিনিধিঃ
কলমাকান্দায় সদরে প্রথম বারের মতো মুসলিম যুব সমাজের উদ্যোগে ক্বেরাত প্রতিযোগিতা ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়েছে।
১ লা ডিসেম্বর ২০২২ ইং রোজ বৃহস্পতিবার বিকাল ৩ টা থেকে শুরু হয়ে রাত ১১ টা পর্যন্ত কলমাকান্দা উপজেলা অডিটরিয়াম হল রুমে এই সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুর রব সাহেব।
লক্ষ করা যায়, কলমাকান্দা উপজেলার বিভিন্ন কওমী মাদ্রাসার ছাত্ররা উপস্থিত থেকে উক্ত ক্বেরাত প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।
এছাড়াও সাংস্কৃতিক অনুষ্টানে উপস্থিত ছিলেন জনপ্রিয় ইসলামিক শিল্পীগোষ্ঠী কলরব, জনপ্রিয় শিল্পীগোষ্ঠী ঐশীস্বর,জনপ্রিয় শিল্পীগোষ্ঠী টিউন টাচ এর শিল্পীবৃন্দ সহ স্থানীয় শিল্পীগোষ্ঠী।
আরো লক্ষ্য করা যায়, মনোরম এই সাংস্কৃতিক ও ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠানে হাজারো ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি এবং স্কুল কলেজের শিক্ষক,শিক্ষার্থী সহ সাধারন জনতার ঢল।
উপস্থিত ছিলেন কলমাকান্দার নবীন ও প্রবীন স্বনামধন্য আলেম ওলামাগন।
অনুষ্টান শেষে ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
উপজেলাবাসী জানান, উপজেলায় এরকম অনুষ্টান প্রথম বারের মত হয়েছে ।আমরাও আনন্দের সাথে তা উপভোগ করেছি।
যদি প্রতিবছর এরকম আয়োজন করা হয় তাহলে উপজেলার ক্ষুদ্র প্রতিভা গুলোও বিকশিত হবার সুযোগ পাবে।
সব শেষে তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।