মোঃ মতিন গাজী
(অভয়নগর প্রতিনিধি)
আজ শুক্রবার বিকাল ৫টার দিকে অভয়নগর থানাধীন চেঙ্গুটিয়া বাজারে একটি (গাজীপুর-শ ১১-০০৫১) ট্রাকক্রেন ঢোকাতে গিয়ে দোকানের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ঘটনা স্থানে এসে দেখা যায় যশোর খুলনা মহাসড়ক থেকে ক্রেনটি চেঙ্গুটিয়া নদীর ঘাটের উদ্দেশ্যে পার হয় তার পরপরই ট্রাকক্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের সামনের বাম পাশের তিনটি দোকানে এসে ধাক্কা দেয়।
প্রথমে সাহা স্টোরে ধাক্কা দিয়ে বরাবর মোল্লা স্টোর এবং আরো একটি দোকানে ধাক্কা দেয়। সাহা স্টোরের দোকানদার দেবাশীষ জানাই বারবার নিষেধ করার পরেও তারা এই রাস্তা দিয়ে গাড়ি ঢোকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও চেংগুটিয়া বাজারের ব্যবসায়ীদের প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তারা দোকানদাররা। অপরদিকে দোকানদার কালিপদ বলেন,আমার দোকানের সর্বত্র শেষ হয়ে গেছে দোকানের উপরে আমার সংসার ছেলে-মেয়ে সর্বত্রই নির্ভরশীল নির্ভরশীল।
ঘটনাস্থানে হাজির হয়ে, গাড়ি আলোক অথবা সরকারি কাউকেই খুঁজে পাওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাছে ক্ষতিপূরণ দেবে কিনা তা জানতে চাইলে তারা বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ বিবেচনা করে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস জানিয়েছেন গাড়ির মালিক পক্ষ।
দুর্ঘটনার বিষয়টি অভয়নগর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থানে এসে ঘটনাস্থান পরিদর্শন করেন।