রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ-
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে মানহানিকর মন্তব্য করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় এস এম রাব্বি (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে ফরিদপুর শহরতলি থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার রাব্বি গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দরাপের ডাঙ্গি গ্রামের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ সূত্রে জানা যায়, একটি অনলাইন নিউজ পোর্টালের ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে পোস্টের নিচে মানহানিকর মন্তব্য করেন এস এম রাব্বি। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিনুর রহমান বাদী হয়ে এস এম রাব্বির বিরুদ্ধে গত ২৩ জুন গোয়ালন্দ ঘাট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলার পর থেকে রাব্বি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. মনিরুল মিয়া পুলিশ সদস্যদের নিয়ে ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশের সহযোগিতায় রোববার রাতে শহরতলির আলীপুর এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে রাব্বিকে গ্রেপ্তার করেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় রাব্বিকে গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে।