কে,এম,মোজাপ্ফার হুসাইন
মনিরামপুর উপজেলা প্রতিনিধি।
গতকাল বুধবার ২৩/১১/২০২২ সন্ধ্যায় বয়ারখোলা শিব মন্দির মাঠে
২য় বার্ষিকীয় ৪ দিন ব্যাপী ১৬ দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট আয়োজিত উদ্বোধন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম আক্তার ফারুক মিন্টু
চেয়ারম্যান ১৭ নং মনোহরপুর ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব সিরাজুল ইসলাম ফকির ইউপি সদস্য ৩ নং ওয়ার্ড।
উপস্থিত ছিলেন বাবু প্রনব কুমার।
লিয়াকত হোসেন প্রমুখ।
এ সময় অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন বয়ার খোলা যুব সংঘ।
২৩/১১/২০২২ বয়ার খোলা যুব সংঘ কর্তৃক ফানুস উড়ানো হয়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন
এস এম আক্তার ফারুক মিন্টু
চেয়ারম্যান ১৭ নং মনোহরপুর ইউনিয়ন পরিষদ। ও সিরাজুল ইসলাম ফকির।
প্রধান অতিথির বক্তব্যে এস এম আক্তার ফারুক মিন্টু বলেন, ‘নৈতিক মূল্যবোধ অবক্ষয় থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই। কারণ খেলাধুলার মাধ্যমে পরষ্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও মৈত্রীর বন্ধন গড়ে উঠে। এতে করে যুব সমাজের মধ্যে নতুন নতুন কাজের উদ্যেম সৃষ্টি হয়। যে যতবেশী শারীরিক পরিশ্রম করে, সে ততবেশী নিজেকে সতেজ অনুভব করে। খেলাধুলায় ব্যস্ত থাকলে যুব সমাজ বিপথে পরিচালিত হওয়ার সম্ভাবনা থাকে না। ’
বাবু সরোজিত হালদার এর সভাপতিত্বে বয়ারখোলা গ্রাম বাসীর সহযোগিতায় বয়ারখোলা যুব সংঘ এই টুর্নামেন্টের আয়োজন করেছে।
উল্লেখ্য, ৪ দিন ব্যাপী এ টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহন করবেন।
Leave a Reply