মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
শিক্ষিত মা এক সুরভিত ফুল প্রতিটি ঘর হবে এক একটি স্কুল এই প্রতিপাদ্য সামনে রেখে ঠাকুরগাঁও মা সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার পারপূগী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে জামালপুর ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
পারপূগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনজুমান আরা কলির সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্বাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন। মা সমাবেশে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ২১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩০ জন করে অভিভাবক অংশ নেন।