রাজবাড়ী জেলা প্রতিনিধি
রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ শেষে ককটেল বিস্ফোরণ, পুলিশ আহত
ব্রাহ্মণবাড়িয়ার সোনারামপুরে ছাত্রদল নেতা নয়ন নিহত হওয়ার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মো. হাসান (২৫) নামের একজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
এ ঘটনায় জেলা বিএনপির কার্যালয়ের পার্শ্ববর্তী পৃথক দুটি স্থান থেকে লাল স্কচটেপে মোড়ানো সাতটি ককটেল উদ্ধার ও দুজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২০ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে বিএনপির দলীয় কার্যালয় থেকে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব শাহিনুর রহমান শাহিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। পরে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে ফিরে আসেন নেতাকর্মীরা।
এ সময় দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, দলীয় কর্মসূচি শেষে ফিরে যাওয়ার সময় ছাত্রদল নেতাকর্মীরা উচ্ছৃঙ্খল আচরণ করেন। এ সময় পুলিশ তাদের থামানোর চেষ্টা করলে তারা পুলিশের ওপর হামলা এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। এতে পুলিশের এক সদস্য আহত হয়েছেন। এ সময় দুজনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, ঘটনাস্থল ও জেলা বিএনপির দলীয় কার্যালয়ের পাশ থেকে হাতে তৈরি সাতটি ককটেল উদ্ধার করা হয়েছে। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তবে এ ঘটনার সঙ্গে নেতাকর্মীরা জড়িত নন বলে দাবি করেছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান।