আশিকুর রহমান,নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার কলমাকান্দায় ইজিবাইকের চাপায় তাজ বানু (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে আজ।
আজ বৃহস্পতিবার উক্ত উপজেলার কৈলাটি ইউনিয়নের পাগলা বাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত ওই নারী কৈলাটি ইউনিয়নের কনুড়া গ্রামের কাসেম মিয়ার স্ত্রী৷
আরো জানা যায়, নিহত তাজ বানু ইসলামি দ্বীনের দাওয়াত দিতে বাড়ি থেকে বের হন।
এসময় রাস্তা পারাপার হওয়ার সময় যাত্রীবাহী ইজিবাইকটি চাপা দেয়।
পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মো. আবদুল আহাদ খান জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।