রাজবাড়ী জেলা প্রতিনিধি।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীর ক্যানাল ঘাট থেকে অজ্ঞাতপরিচয় ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে দৌলতদিয়া নৌ-ফাঁড়ি পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা বলেন, অজ্ঞাত ব্যক্তির বয়স হবে আনুমানিক ৩৫/৪০ বছর। বিবস্ত্র অবস্থায় পুলিশ তার মরদেহটি উদ্ধার করেছে। তার মুখ ফোলা ও রক্তাক্ত ছিল। একই সঙ্গে বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি সিরাজুল কবির বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যার পর নদীতে ফেলে গেছেন। মরদেহটি শনাক্ত করার জন্য পিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এছাড়া ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।