রাজবাড়ী জেলা প্রতিনিধি।
মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে বাসমালিক সমিতির ডাকে রাজবাড়ীতেও শুরু হয়েছে দুই দিনের আন্তঃজেলা বাস ধর্মঘট।
শুক্রবার (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট চলবে শনিবার রাত ৮টা পর্যন্ত। পূর্ব কোন ঘোষণা না দিয়ে হঠাৎ এ ধর্মঘটের ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
শুক্রবার সকালে রাজবাড়ী মুরগি ফার্ম, বড়পুল ও রাজবাড়ী বাস টার্মিনাল এলাকা ঘুরে দেখা যায়, রাজবাড়ী থেকে কোন বাসই ছেড়ে যায়নি অন্য কোন জেলায়। এছাড়া রাজবাড়ী থেকে ঢাকাসহ বিভিন্ন জেলায় ছেড়ে যাওয়া দুরপাল্লার বাসও বন্ধ রয়েছে। ফলে অনেক যাত্রী এসে ভোগান্তিতে পড়েছেন। বাড়তি ভাড়া দিয়ে তিন চাকার যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন যাত্রীরা।
মর্জিনা বেগম নামে বগুড়াগামী এক যাত্রী বলেন, আমি জানি না যে বাস বন্ধ। বাস বন্ধ থাকবে সেটি আগে থেকে জানতে পারলে আমি একদিন আগেই বগুড়া চলে যেতাম। এখন ব্যাগ আর ছোট বাচ্চাকে নিয়ে মাহেন্দ্রে ( তিন চাকার যান) উঠেছি। রাজবাড়ী থেকে কুষ্টিয়া যাব। তারপর সেখান থেকে বগুড়ার বাসে উঠবো।
ঢাকাগামী যাত্রী ওসমান শেখ বলেন, কেন এই বাস বন্ধ সেটা ভালো করেই জানি। আগামীকাল বিএনপির সমাবেশ তাই। যখন বাস বন্ধই করবে তখন আগে থেকে বলে করতো। এখন ঢাকা যাবো জরুরি কাজে কিন্তু এসে দেখি বাস নেই। তাই নিরুপায় হয়ে অটোতে যাচ্ছি । ভেঙে ভেঙে যেতে হচ্ছে।
রাজবাড়ী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুরাদ হাসান বলেন, দীর্ঘ সময় ধরে মহাসড়কে অবৈধ নানা প্রকার তিন চাকার যানবাহন চলে। এগুলো বন্ধের জন্য ফরিদপুরের সঙ্গে যৌথভাবে প্রশাসনের কাছে ১০ তারিখ পর্যন্ত সময় বেধে দেওয়া হয়েছিল। যেহেতু প্রশাসন কোন উদ্যোগ নেয়নি তাই আমরা বৃহত্তর ফরিদপুর অঞ্চলে ধর্মঘট ডেকেছি।