রাজবাড়ী জেলা প্রতিনিধি।
রাজবাড়ীর পাংশায় ট্রেনে কাটা পড়ে শাইন আলী বিশ্বাস (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। তিনি পাংশা পৌরসভার লঘুনাথপুর গ্রামের মৃত কাওছার আলী বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী বঙ্গমাতা ট্রেনে পাংশা রেলস্টেশন থেকে প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে ছোট রেলব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে। রাতেই খবর পেয়ে রাজবাড়ীর জিআরপি থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্বার করে রাজবাড়ী মর্গে পাঠায়।
রাজবাড়ী জিআরপি থানার ওসি মো. মাসুদ আলম বলেন, এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে
Leave a Reply