শেখ আলী আকবার সম্রাটঃ
যশোরের অভয়নগর উপজেলার শিল্প-বাণিজ্য ও বন্দর নগর নওয়াপাড়ার বুক চিরে
বয়ে যাওয়া ভৈরব নদে আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে
গ্রামবাংলার ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা। নওয়াপাড়া
পৌরসভার আয়োজনে ১১ তম এ নৌকা বাইচ প্রতিযোগিতা এদিন
বেলা দুইটা থেকে শুরু হওয়ার কথা রয়েছে। নৌকা বাইচ
প্রতিযোগিতায় ৮ টি নৌকা অংশ গ্রহন করবে বলে জানিয়েছেন
নওয়াপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক
সুশান্ত কুমার দাস শান্ত। গতকাল বুধবার বিকালে নওয়াপাড়া পৌর ভবন
মিলনায়তনে নৌকা বাইচ উদযাপন কমিটি এ লক্ষ্যে এক সংবাদ
সম্মেলনের আয়োজন করে। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন
নৌকা বাইচ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মঈনূর জহুর মুকুল।
তিনি জানান, নওয়াপাড়া পৌরসভার আয়োজনে ও অভয়নগরের সর্বস্তরের
মানুষের সহযোগিতায় অনুষ্ঠিতব্য এ নৌকা বাইচ প্রতিযোগিতায়
প্রধান অতিথি থাকবেন যশোরের জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম
খান। এতে পৃষ্টপোষকতায় রয়েছে আফিল গ্রæপ। খুলনার কয়রা, দিঘলীয়া,
তেরখাদা, নড়াইলের আলফাডাঙ্গা, গোপালগঞ্জের মকসুদপুর ও টুঙ্গীপাড়ার
আটটি টালাই নৌকা অংশ গ্রহন করবে। এ নৌকা বাইচ
প্রতিযোগিতা উপভোগ করতে দুই লক্ষাধিক লোকের সমাগম হবে বলে
আশা প্রকাশ করেন তিনি। ভৈরব নদের নওয়াপাড়া কুইক রেন্টাল পাওয়ার
প্লান্ট থেকে নওয়াপাড়া ফেরিঘাট পর্যন্ত তিন কিলোমিটার নদী পথে এ
প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এবং নৌকা বাইচ প্রতিযোগিতার
এ তিন কিলোমিটার জুড়ে আইন শৃঙ্খলা বাহীনি সজাগ উপস্থিতি
থাকবে। কোন ব্যক্তিগত ট্রলার বা বার্জ-কোর্গো এ তিন
কিলোমিটার অংশে চলাচল ও নোঙ্গর করতে পারবেনা। সকলকে উৎফুল্ল
চিত্তে নৌকা বাইচ উপভোগের আহবান জানান পৌর মেয়র। এ সময়
অভয়নগর উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) থান্দার কামরুজ্জামান,
নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিকসহ পৌর
কর্মকর্তাগণ, কাউন্সিলরবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।