কবিতাঃ মন অসহায়
কবিঃ সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেন সরকার
তোমাদের মতো আমার ফাগুনও আগুনে ভিজে যায়
তবুও একা বসে লিখি প্রেম কাহিনী মন যে অসহায়।
তোমার প্রেম আমার ভুবনে কখনো দ্বীপ জ্বালেনা
নিয়মের চার দেয়ালে বন্দী হৃদয়ে ঝরে শুধু কান্না।
একটু একটু করে ডুবে গেছি ভালোবাসার সাগরে
পথের খুঁজে করছি চিৎকার বেঁচেও আছি মরে।
ফুলেরা ফুটে আজকাল হৃদয় টুটে
রক্ত নদী যায়না কখনও ছুটে।
আগাছার উৎপাতে গাছটাই গেছে ঢেকে
এত প্রেম তবুও যায় এ জীবন বেঁকে।
তোমার সাথে কি করে কাটাব জীবন
এ ভালোবাসায় সদা হাত ছানি দেয় মরণ।
ছবতো এঁকেছো তুমি তোমার হৃদয়ে
রবির কি আসে যায় চাঁদের পরাজয়ে।
মরনের পরও যদি পথ থাকে বন্ধুর
বলতে পারো কিভাবে বাজবে সানাই এর সুর।
Leave a Reply