মোঃশফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
৬৩ তম ঐতিহ্যবাহী রুহিয়া আজাদ মেলা উদ্বোধন করা হয়। সোমবার সন্ধ্যায় মেলা অফিস প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ. সাদেক কুরাইশী।
উদ্বোধনী অনুষ্ঠানে রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনিল কুমার সেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, থানা আওয়ামী লীগের সহ সভাপতি মকবুল হোসেন, মেলার সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সেন ঠাকুর, রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, রুহিয়া মেলার যুগ্ম সম্পাদক ও রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু, যুবলীগ নেতা রাজিবুল ইসলাম সোহাগ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী প্রমুখ।