মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের উন্নয়ন সংস্থা ইএসডিও’র কম্প্রিহেনসিভ ভিলেজ ডেভলপমেন্ট প্রোগ্রাম এর ২মাস ব্যাপী আইজিএ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।৫ নভেম্বর শনিবার পৌর শহরের গোবিন্দনগরস্থ ইএসডিও’র প্রধান কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের, স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের (অতিরিক্ত সচিব) ও প্রকল্প পরিচালক ড. মোঃ আলফাজ হোসেন।
পরে ইএসডিও’র আয়োজনে সংস্থার মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের, স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের (অতিরিক্ত সচিব) ও প্রকল্প পরিচালক ড. মোঃ আলফাজ হোসেন, বিশেষ অতিথি সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি) তৃতীয় পর্যায়ে, আরডিএ অংশের বগুড়া উপ প্রকল্প পরিচালক ও পিএইচডি. পরিচালক, আরডিএ ড. মোহাম্মদ মনসুর রহমান, ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, মিনাল কম্পিউটার প্রশিক্ষন একাডেমীর পরিচালক সাজ্জাদুর রহমান সাজু, ইকো ইন্সটিটিউট অফ টেকনোলজি (ইআইটি)’র অধ্যক্ষ শাহরিয়ার মাহমুদ প্রমুখ। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ইএসডিও’র পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। শেষে বিভিন্ন ট্রেডের শিক্ষার্থীদের হাতে ব্যাগ তুলে দেন অতিথিরা।