মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে বাড়ি ফেরার পথে ট্রাকের সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া মহল্লার যুবক মো: মোস্তাফিজুর রহমান (৩০) এর মর্মান্তিক মৃত্যু হয়। শুক্রবার সাড়ে ১০ টায় তেঁতুলিয়া—পঞ্চগড় মহাসড়কের ভোজনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মোস্তাফিজুর রহমান মোটাসইকেলযোগে কাঞ্চনজঙ্ঘা দেখে ঠাকুরগাঁও ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের চাকার নিচে পরে মোস্তাফিজুরর রহমান। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত রচিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। মোস্তাফিজুর রহমান ঠাকুরগাঁও পৌর শহরের দক্ষিণ হাজীপাড়া মহল্লার মৃত মজিবর রহমানের ছেলে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দেড় বছরের এক সন্তান ও এক বোনকে রেখে গেলেন। শুক্রবার বাদ মাগরিব পৌর শহরের হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মরহুমের প্রথম নামাজে যানাযা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ গ্রামের বাড়ি বগুড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাযা শেষে শনিবার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Leave a Reply