রাজবাড়ী জেলা প্রতিনিধি।
রাজবাড়ীর পাংশায় চাঁদা না পেয়ে দুই দলিল লেখককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত ও ২ লাখ টাকা লুটপাটের অভিযোগে উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাজবাড়ীর ২নং আমলি আদালতে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী অতুল চন্দ্র সরকার।
আহত অতুল চন্দ্র সরকার উপজেলার পাট্টা ইউনিয়নের অনিল চন্দ্র সরকারের ছেলে ও সাইফুল ইসলাম যশাই ইউনিয়নের চর গোপিনাথদিয়া গ্রামের জলিল মিয়ার ছেলে।
আসামিরা হলেন, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও পাংশা দলিল লেখক সমিতির সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস (৪২),আব্দুল আলীম মুন্সী (৪০), মো. জালাল মণ্ডল (৩৮), শাকিল ওরফে সুজন (৪৫), আরাফাত হোসেন রঙিন (৩৮), উজির রাসেল (২৮), সিরাজুল ইসলাম মিঠু (৪৩), আকমল হোসেন মোল্লা (৪০) ও মো. শরিফ (৩৮)। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, অতুল চন্দ্র সরকার দলিল লেখক ও পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার)। তার কাছে ১১ লাখ টাকা চাঁদা দাবি করেন পাংশা দলিল লেখক সমিতির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম মুন্সিসহ কয়েকজন। অতুল সরকার ইতিমধ্যে তাদের ৩ লাখ টাকা দেন। বাকি ৮ লাখ টাকা না দিলে তাকে দলিল লেখার কাজ করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়। গত মঙ্গলবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রেজিস্ট্রি অফিসে এসে জালাল উদ্দিন বিশ্বাস ও আব্দুল আলিম মুন্সিসহ বাকি অভিযুক্তরা ৮ লাখ টাকা দাবি করেন। অতুল সরকার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে হাতুড়ি, রড দিয়ে পিটিয়ে তার ডান হাত ভেঙে দেন। এ সময় তার ড্রয়ারে থাকা ২ লাখ টাকা নিয়ে যান আসামিরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা হাসপাতালে ভর্তি করে।
অভিযোগকারী অতুল চন্দ্র সরকার বলেন, জালাল বিশ্বাস আমার কাছে ১১ লাখ টাকা চাঁদা দাবি করেন। আমি তাদের ৩ লাখ টাকা দিয়েছি। বাকি টাকার জন্য তিনি প্রায়ই আমাকে প্রাণনাশের হুমকি দেন। গত ১ নভেম্বর তিনি রেজিস্ট্রি অফিসে এসে তার হাতুড়ি বাহিনী দিয়ে আমাকে ও সাইফুলকে মারপিট করে ও আমার ড্রয়ারে থাকা নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে জালাল উদ্দিন বিশ্বাস বলেন, অতুল ও সাইফুল ইসলামকে আমরা মারধর করেননি। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এ মামলা দায়ের করা হয়েছে।
রাজবাড়ী জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, ‘বিচারক মামলাটি তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন প্রদানের নির্দেশ দিয়েছেন।