মোঃ রবিউল ইসলাম রাকিব
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে মদিনাতুল উলুম মাদ্রাসা ও ইয়াতিমখানার ত্রি-বার্ষিক সম্মেলন, কমিটির পরিচিতি সভা এবং সম্মাননার স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে । বুধবার সকাল ১০ টায় রামপাল সদরে অত্র মাদ্রাসা কক্ষে সাবেক অধ্যক্ষ মজনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজিবুল আলম, বিশেষ অতিথির বক্তব্যে দেন অতিরিক্ত পুলিশ সুপার মো.আসিফ ইকবাল, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, সমাজ সেবা কর্মকর্তা মো.শাহিনুর রহমান, ওসি মো. সামসুদ্দিন , সদর ইউপি চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন , দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আকবর আলী, মাদ্রাসা কমিটির সম্পাদক মো. আলমগীর ফকির প্রমুখ।
আগামী ৩ বছরের জন্য খৈয়াম হোসেন খিজিরকে সভাপতি ও ইউপি সদস্য মো.আলমগীর ফকিরকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় । অনুষ্ঠান শেষে অথিতিদের মাঝে সম্মাননার স্বারক প্রধান করা হয়।
Leave a Reply