ডেস্কঃ
আবু হামজা বাঁধন যিনি একজন সাহিত্যিক ও সাংবাদিক সেই সাথে অনলাইন নিউজ পোর্টাল সিআইএনটিভি২৪-র প্রতিষ্ঠাতা সম্পাদক এবং গরীবের হৃদয়ের স্পন্দন। যেখানে অপরাধ, সেখানেই সিআইএনটিভি২৪-র পরিচিত আপন মুখ আবু হামজা বাঁধন। সব সময় সত্যের পক্ষে এক মহাকাব্য-ময় সৎ নিষ্ঠাবান ও বিচক্ষণতা সম্পূর্ণ মানুষ।
আজ এই মানুষটির বিশেষ একটি দিন, এই দিনে দুনিয়ায় আলো, বাতাস, ভালো, মন্দ’র স্বাদ গ্রহণ করেন তিনি। আজকের এই দিনে যশোর বাসীর পক্ষে তার এই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তার আদর্শের প্রতীক জেলা ক্রাইম রিপোর্টার শেখ আলী আকবার (সম্রাট) ।
আল্লাহ পাক এই মানুষটিকে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনার পাশাপাশি সেই সাথে পরিবারের আপন হয়ে সব সময় কাছে থাকুক এই প্রার্থনাই করি।