মোঃ মামুন হোসাইন।
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
আসন্ন ১নং আমখোলা ইউনিয়ন পরিষদের উপ- নির্বাচেন ২নং ওয়ার্ডের মেম্বর পদ প্রার্থী সৎ যোগ্য, তরুন সমাজ সেবক গরীব দুঃখী ও
মেহনতী মানুষের বন্ধু ও আপনাদের সু- পরিচিত
মোঃ জিয়া মিয়া, তিনি তার ফুটবল মার্কায় জনগনের বিপুল ভোট পেয়ে জয়ী হবার আসা প্রত্যায় ব্যক্ত করেন।
তিনি জনগণের কাছে তার জন্য দোয়া চেয়ে , তাদের উদ্দেশ্য বলেন যে আপনারা ভোটে
আমায় বিজয়ী করলে, আমি
সব সময় সুখে দুঃখে আপনাদের পাশে থেকে খেদমত
করে যাবো এবং এই অএ ২ নং ওয়ার্ডের জনসাধারনের উন্নয়ন মুলক কাজ করার ধারা অব্যাহত রাখবো এবং হত দরিদ্র মানুষের সাথে থেকে তাদের সেবা করে যাবো।
তিনি আরও বলেন , বিধবা ভাতা ও দুস্ত অসহায় বৃদ্ধ,ও কৃষকের পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতার অভিপ্রায় ব্যক্ত করেন এবং সবার কাছে
দোয়া চেয়ে, তাদের খেদমত করার সুযোগ করে দেওয়ার জন্য বলেন তিনি। তিনি আরও বলেন আমি যা যা আপনাদের
সামনে প্রতিশ্রুতি দিয়েছি, তার
সব গুলোই পালনে আপ্রান চেষ্টা করবো ইনশাআল্লাহ।
Leave a Reply