নিজস্ব প্রতিবেদকঃ-
অভয়নগর উপজেলার সবেক মহাকাল ইউনিয়ন এবং বর্তমান প্রেমবাগ ইউনিয়নের সাবেক আঃলীগ সভাপতি সৈয়দ আব্দুল হাকিম চিরনিদ্রায় শায়িত হয়েছেন, গত একসপ্তাহ আগে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে ২৮ অক্টোবর শুক্রবার আনুমানিক সকাল ৮ঃ৩০ মিঃ-এ চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মহাখালী একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে ব্যক্তিগত জীবনে আঃলীগ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন তিনি কিন্তু দলমত, জাতধর্ম নির্বীশেষে সকলের শ্রদ্ধা এবং ভালোবাসার পাত্র ছিলেন তিনি।
হাজার হাজার মানুষের উপস্থিতিতে শুক্রবার মাগরিবের নামাজ শেষে তার নামাজে জানাজা এবং দাফন সম্পন্ন হয়।
সৈয়দ আব্দুল হাকিম ব্যক্তিগত জীবনে একজন ব্যাংকার ছিলেন এবং দৈর্ঘ সময় জনতা ব্যাংকের একজন কর্মকর্তার দায়িত্ব পালন করেন এছাড়াও তিনি রাজনৈতিক জীবনে ৩০ বছরের অধিক সময় ইউনিয়ন আঃলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।