মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
সদর উপজেলার রুহিয়ায় ২৫ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (৪০) নামে এক মাদক বযবসায়ীকে গ্রেফতার করা হয়। গত বুধবার রুহিয়া কর্ণফুলী সিনেমা হলের সামনে থেকে তাকে গ্রেফতার করে রুহিয়া থানা পুলিশ। মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম রুহিয়া মধুপুর গ্রামের শামসুল হকের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্নফুলি সিনেমা হলের সামনে পূর্বপার্শ্বে কৃষ্ণচূড়া গাছের নিচে জাহাঙ্গীর ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিল এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে গত বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।