মোঃশফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওযে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কমিউনিটি টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়। সোমবার বিকালে প্রেস ক্লাব দ্বিতল ভবনের আধুনিক ভিআইপি হলরুমে এ মিটিংয়ের আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহায়তায় “ঠাকুরগাঁও আশ্রমপাড়া ক্রীড়া সাহিত্য সংস্কৃতি সংসদের উন্নয়নে নাগরিক ভাবনা” শীর্ষক আলোচনায় অংশ নেন, ঠাকুরগাঁও মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, আশ্রমপাড়া ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতি সংসদের উপদেষ্টা রূপ কুমার গুহ ঠাকুরতা, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরসহ অন্যান্য অতিথিবৃন্দ। আলোচনায় ঠাকুরগাঁও আশ্রমপাড়া ক্রীড়া সাহিত্য সংস্কৃতি সংসদের উন্নয়নে নাগরিক বিভিন্ন ভাবনার বিষয় উত্থাপিত হয় এবং বিভিন্ন গুরুত্বপুর্ন পদক্ষেপ গ্রহনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।