এস এম মাসুদ রানা রংপুর বিভাগীয়) প্রতিনিধি– “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এ শ্লোগানে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে দিনাজপুরের বিরামপুরে।
(২২ অক্টোবর) শনিবার নিরাপদ সড়ক চাই (নিসচা) বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় ঢাকা মোড়ে র্যালি ও উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে উপজেলা একাডেমী সুপারভাইজার আব্দুস সালাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খাইরুল আলম রাজু বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান ক্রমানুসারে উম্মে কুলছুম বানু, মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্যামল কুমার রায়, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম , বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, জোতবানী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সিএনজি অটো স্ট্যান্ড কমিটির সভাপতি শিবেষ কুমার কুন্ডু ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, বিরামপুর মটর মাইক্রো স্থান কমিটির সাধারণ সম্পাদক মুকুল সরকার সহ স্থানীয় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময়ে সুধীজন সহ প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply