মোঃ মামুন হোসাইন।
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীতে অনিদৃষ্ট কালের জন্য ঔষধের দোকান বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ কেমিস্ট এ্যান্ড ড্রাগিষ্ট সমিতি।
জানা গেছে, ডিলিং লাইসেন্স না
থাকার কারনে ভ্রাম্যমান আদালত সংগঠনের কেন্দ্রীয় পরিচালক এবং পটুয়াখালী জেলা শাখার সভাপতি ইশতিয়াক আহমেদ রাহাত এর
প্রতিষ্ঠান লাজ ফার্মায় পনের হাজার টাকা এবং পটুয়াখালী মেডিকেলে দশ হাজার টাকা
জরিমানা করে।
সংগঠনের সভাপতি বলেন ডিলিং লাইসেন্স সমন্ধে
আমাদের অবগত না করে এবং
পূর্ব নোটিশ না দিয়ে ভ্রাম্যমান আদালত এ জরিমানা করতে পারেনা। তিনি ভ্রাম্যমান আদালতের কাছে ডিলিং লাইসেন্স সম্পর্কে জানতে চাইলে অসৌজন্যমূলক আচরণ
করে এবং বরেন ডিসির কাছ
থেকে জেনে নিন।
ঔষধের দোকান অনিদৃষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা সম্পর্কে সংগঠনের সাধারণ সম্পাদক গাজী শাহীন
বলেন অসৌজন্যমূলক আচরণ এবং জরিমানার প্রতিবাদে আমরা অদ্য ১৯ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে অনিদৃষ্ট কালের জন্য ঔষধের দোকান বন্ধ ঘোষনার এ সিদ্ধান্ত নিয়েছি বলে জানান তিনি।