মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম (৬২) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…রাজিউন। ১৭অক্টোবর সোমবার দুপুরে ভারতের চেন্নাইয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ১ মেয়ে, আত্মীয়—স্বজন, বন্ধু—বান্ধবসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। জীবদ্দসায় তিনি পৌর আ’লীগের সাবেক সভাপতি ও পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ১৯৮৩ সালে ওই ওয়ার্ডে প্রথম মেম্বার নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যুতে আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও—১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, ঠাকুরগাঁও প্রেসকাব সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু গভীর শোক প্রকাশ করে সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তার ছেলে সামিউল ইসলাম বলেন, মরদেহ বাংলাদেশে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আজ মঙ্গলবার মরদেহ নিয়ে বাংলাদেশে আসার কথা রয়েছে। পরবতর্তিতে বাসার অন্যান্য মানুষ ও আত্মীয়—স্বজনের সাথে কথা বলে জানাযার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
Leave a Reply