রাজবাড়ী জেলা প্রতিনিধি।
রাজবাড়ীতে বাজুসের মতবিনিময়সভা অনুষ্ঠিত
বাজুস রাজবাড়ী শাখার মতবিনিময়সভা গতকাল জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) রাজবাড়ী শাখার মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এ মতবিনিময়সভার আয়োজন করা হয়। সভার শুরুতে বরণ নৃত্যে ও ফুলের শুভেচ্ছার মাধ্যমে অতিথিদের বরণ করা হয়।
বাজুস রাজবাড়ী শাখার সভাপতি জয়দেব কর্মকারের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিংয়ের সাবেক সভাপতি ও চেয়ারম্যান ডা. দীলিপ কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিংয়ের কার্যনির্বাহী সদস্য ও সদস্যসচিব রিপনুল হাসান, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিংয়ের সদস্য পবিত্র চন্দ্র ঘোষ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন বাজুস রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল হাসেম শেখ বাবলু, পাংশা উপজেলা জুয়েলার্স সমিতির সভাপতি শিউলি বিশ্বাস, কালুখালীর সভাপতি গৌর কুমার বিশ্বাস, গোয়ালন্দের সভাপতি রণজিৎ পোদ্দার প্রমুখ। ওই মতবিনিময়সভায় উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. দীলিপ কুমার রায় বলেন, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাজুসের সভাপতি সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে তাঁরা সারা দেশে বাজুসের সদস্য বৃদ্ধির কাজ করে যাচ্ছেন। তাঁরা মনে করেন, তাঁর নেতৃত্বে ভেজাল ও চোরাই সোনা বিক্রি বন্ধ হবে। স্বচ্ছতার সঙ্গে প্রত্যেক স্বর্ণ ব্যবসায়ী তাঁদের ব্যাবসায়িক কার্যক্রম পরিচালনা করবেন।