কবি শেখ আলী আকবার।
অঘাৎ স্বপ্ন বুননে মেলে ; মেলে পুনঃ নিরাশা।
আবেগে ভাসি নিরেট বোকার মতো
আঁধারের ব্যার্থ উপমার টানে ছুটি।
ডুবে মরি পুনঃ বেঁচে থাকে তব; আশা।
আমি ক্লান্ত কায়ায় মায়া জড়ানো
আঁখিপাতে ঝরে ব্যার্থ বুনন
আমি হেরি তবু মায়া, ভালো লাগে ছায়া।ব্যার্থতায় মোড়ানো সম্ভ্রম।
তুমি লুকোচুরি খেলো এলোমেলো বলো
এলোকেশী খোঁপায় বেলীফুলের গোড়।
আমি চেয়ে থাকি কত দেখি মায়া যত। বাড়ে আর্তনাদ উদ্ভব।
Leave a Reply