রাজবাড়ী জেলা প্রতিনিধি।
বালিয়াকান্দি ওসির নম্বর ক্লোন করে প্রার্থীর কাছে চাঁদা দাবি
আসন্ন রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু চক্র। চক্রটির বিরুদ্ধে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি নম্বর ক্লোন করে এক প্রার্থীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে বালিয়াকান্দি থানা পুলিশের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানা যায়।
নম্বর ক্লোন করে টাকা দাবির বিষয়ে বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান গাংচিল টিভি নিউজকে বলেন, জেলা পরিষদ নির্বাচনের একজন প্রার্থীর কাছে তার সরকারি নম্বর ক্লোন করে চাঁদা দাবি করা হয়েছে। বিষয়টি জানতে পেরে সবাইকে সতর্ক করতে পোস্টটি দিয়েছি।
Leave a Reply