আগামী ৯ তারিখ রোজ রবিবার হতে আতিক,(১৪) পিতা দেলোয়ার হোসেন।আপন (১৩)
পিতাঃ ফেদ্দাউস হোসেন রুম্মান (১৪)
পিতাঃ মনিরুল ইসলাম গ্রাম,কেফায়েত নগর, ৯ নং ওয়ার্ড ১৫ নং বসুন্দিয়া ইউনিয়ন, জেলা যশোর।
এই তিনটি ছেলে হারিয়ে যায় তারা বাড়ি থেকে না যানিয়ে চলে যায়। আজ ৫ দিন জাবদ তাদের কে খূঁজে পাওয়া যায়না,।তারা বাড়িতে ও ফিরে আসে নাই।
হারানো ব্যক্তির শারিরীক বর্ণনাঃ-
আতিকুলের উচ্চতা অনুমান ৫ ফুট ২, গায়ের রং শ্যামলা,মুখ মন্ডল গোলাকার হাত-পা-মুখ স্বাভাবিক স্বাস্থ্য ভালো চোখে – চশমা, গায়ে পরনে শার্ট প্যান্ট পায়ে জুতা।যশোরের ভাষায় কথা বলে।
রুম্মানের উচ্চতা অনুমান ৫ ফুট,গায়ের রং কালো, মুখ মন্ডল লম্বাটে,হাত পা মুখ স্বাভাবিক স্বাস্থ্য -হালকা পাতলা গায়ে পরনে শার্ট- প্যান্ট পায়ে জুতা।যশোরের ভাষায় কথা বলে।
আপন উচ্চতা অনুমান ৪ফুট ২,গায়ের রং কালো
মুখ মন্ডল গোলাকার হাত-পা-মুখ স্বাভাবিক স্বাস্থ্য হালকা- পাতলা গায়ে পরনে, শার্ট -প্যান্ট পায়ে জুতা।যশোরের ভাষায় কথা বলে।
যদি কেউ কোথাও এদের কে দেখে থাকলে অনুগ্রহ করে এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।
মোবাইলঃ01826143498 দেলোয়ার হোসেনঃ 01928296592 মনিরুল ইসলাম
Leave a Reply