1. admin@gangchiltv.com : admin :
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে দলিত আদিবাসীদের অনূকুলে সংবাদ প্রকাশের লক্ষ্যে মতবিনিময় সভা নড়াইলের জঙ্গলগ্রামে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গলাচিপায় দুস্থ অসহায় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ পটুয়াখালীতে কমলাপুরে চাদাবাজদের বিরুদ্ধে অটোরিক্সা শ্রমিকদের মানববন্ধন নড়াইলের পেড়লী যুবলীগ কর্মী আজাদ হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা সরকারের উন্নয়ন মূলক কাজ জনগনের মাঝে তুলে ধরার লক্ষে মুক্তিযোদ্ধাদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে; সাবেক মন্ত্রী শাজাহান খান। যশোরে ডিশ বাবুর বিরুদ্ধে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে মারপিটের অভিযোগ নড়াইল কালিয়ায় নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ভীড়  দুই সাংবাদিকের মৃত্যুতে নড়াইলে স্মরণ ও শোক সভা অনুষ্ঠিত।

ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় বাড়িঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৮৬ বার পঠিত

 

মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

সদর উপজেলার গড়েয়া গোপালপুরে গুলজার হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার দুপরে একদল দুর্বৃত্ত বাড়ির জমি নিজেদের দাবি করে এ হামলার ঘটনা ঘটায়। এ ঘটনায় গড়েয়া গোপালপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে গুলজার হোসেন সদর থানায় অভিযোগ দিয়েছেন।

গুলজার হোসেন বলেন, আমি আমোক্তারনামা দলিল ও বায়নামাপত্রের মাধ্যমে উল্লেখিত জমিটি ক্রয় করে ঘর বাড়ি নির্মান করে বসবাস করে আসছি। কিন্তু জমিটি তাদের পৈত্রিক ও দাদাদের সম্পত্তি দাবি করে একই গ্রামের খায়রুল আলম, খুরশিদ আলম (উজ্জল), রেজওয়ানুল আলম, এনামুল হক সরকার, সাজেদুর হক সাজু, মমিনুল ইসলামসহ অজ্ঞাতনামা ২৫/৩০ জন দুর্বৃত্ত আমাদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। প্রকৃতপক্ষে উল্লেখিত জমি আমি যাদের কাছে থেকে কিনেছি তাদের নামে রেকর্ডিয় দলিলসহ জমির যাবতীয় কাগজপত্র দেখেই ক্রয় করেই কিনেছি। ইতিপূর্বে এ জাতীয় সমস্যার জন্য আমি আদালতে ১০৭ ধারায় মামলা দায়ের করি। মামলায় তারা আদালতে ওই জমির কোন প্রকার কাগজপত্র দেখাতে পারেন নি। তারা আমাকে কোন প্রকার হুমকি, ভয়ভীতি প্রদর্শন করবে না বলে একটি মুচলেকা প্রদান করেন। কিন্তু সেই রায়কে উপেক্ষা করে তারা আবারও বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটিয়ে জমি দখলের চেষ্টা করছে। বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উভয় পক্ষকে রাতেই প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় আসতে বলেন। রাতে গুলজার হোসেন কাগজপত্র নিয়ে থানায় গেলেও অপর পক্ষের লোকজন মঙ্গলবার বসার জন্য সময় চান।

গুলজার হোসেনের প্রতিপক্ষ দলের লোকজনের সাথে কথা বললে তারা জানায়, জমিটি তাদের পৈত্রিক ও বাপ—দাদাদের সম্পত্তি। ওই দিন তারা সেখানে প্রাচীর তুলতে গেলে পুলিশ বাধা দিলে কাজ বন্ধ রাখা হয় বলে জানান তারা।

এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এস,আই বিদ্যুৎ বলেন, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে গিয়ে প্রাচীর তোলা বন্ধ রাখতে বলি। উভয় পক্ষকে আগামী মঙ্গলবার প্রয়োজনীয় কাগজপত্রসহ আসতে থানায় বলা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (সকাল ৬:১১)
  • ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ ©  গাঙচিল টিভি
Theme Customized By Shakil IT Park