রাজবাড়ী জেলা প্রতিনিধি।
রাজবাড়ীতে হঠাৎ বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। জেলার চারটি উপজেলাতেই ডেঙ্গু রোগীর হদিস মিলছে। বর্তমানে সদর হাসপাতালের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে।
রাজবাড়ী সদর হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সদর হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি ছিল আটজন। এর মধ্যে একজন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ও এক রোগীকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকি ছয়জন ভর্তি রয়েছে হাসাপাতালে। মঙ্গলবার পর্যন্ত চলতি মাসে নয়জন ডেঙ্গু রোগী রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
এ ছাড়া জেলার পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন রোগী ভর্তি ছিল। তারা সুস্থ হয়ে বাসায় ফিরেছে। এ ছাড়া চলতি সপ্তাহে গোয়ালন্দ ও পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও চারজন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছে।
রাজবাড়ী সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন সদরের লক্ষ্মীকোল গ্রামের বাসিন্দা অমল কুমার দাস বলেন, ‘কয়েক দিন ধরে জ্বর ছিল। সোমবার হাসপাতালে আসার পর পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়েছে। কখনো ঢাকা যাইনি। কীভাবে আক্রান্ত হলাম বুঝতে পারছি না।’
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আবদুল হান্নান বলেন, ‘জেলার বিভিন্ন স্থান থেকে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রোগী ভর্তি হচ্ছে। চলতি সপ্তায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। এখন পর্যন্ত কোনো রোগী ক্রিটিক্যাল সিচুয়েশনে যায়নি। অধিকাংশ রোগী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে বাড়ি ফিরছে। তবে সবাইকে ডেঙ্গু নিয়ে সচেতন থাকতে হবে। সচেতন না হলে আক্রান্তের সংখ্যা বাড়বে।