রাজবাড়ী জেলা প্রতিনিধি।
রাজবাড়ীতে বাজার পাহারাদারের মরদেহ উদ্ধার পাহারাদার আবু কালামের মরদেহ দেখতে ভিড় করেন আশপাশের লোকজন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় আবু কালাম জোয়ার্দ্দার (৭০) নামের এক বাজার পাহারাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১২ অক্টোবর) সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নে বেরুলী পিঁয়াজ বাজার সংলগ্ন পরিত্যক্ত ভিটা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আবু কালাম বেরুলী গ্রামের বাসিন্দা।
বাজারের আরেক পাহারাদার আবুল কাশেম বলেন, ‘আমিসহ কয়েকজন মিলে বেরুলী বাজার পাহারা দেই। বুধবার ভোরে শরীর খারাপের কথা বলে আবু কালাম জোয়ার্দ্দার বাড়ির উদ্দেশ্যে চলে যান। কিন্তু সকালে জানতে পারি তার মরদেহ বাজার সংলগ্ন পরিত্যক্ত ভিটায় পড়ে আছে।’
বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিবুল ইসলাম বলেন, পাহারাদার আবুল কালাম তিন-চার দিন ধরে জ্বরে ভুগছিলেন বলে জানিয়েছে পরিবার। ভোরে পিঁয়াজ বাজার সংলগ্ন পরিত্যক্ত ভিটা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
Leave a Reply