ওয়ায়েস কুরুনী দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
ভারতের কলকাতা পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমিতে অন্যদিন পত্রিকার ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং এপার বাংলা-ওপার বাংলা এর যৌথ উদ্যোগে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে সমাজসেবায় বিশেষ অবদান স্বরূপ বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বিশ্ব বাংলা সম্মাননা-২০২২ এ মনোনীত হন। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের কলকাতার ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস এর হাত থেকে বিশ্ব বাংলা সম্মাননা-২০২২ গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমানের পক্ষে তার ছেলে মোঃ শাখিউল আলম (পিলু)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট প্রনব কে আর লাহিরি, বাজিতপুর সম্মেলনের সভাপতি মৃত্যুঞ্জয় চৌধুরীসহ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্যদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক অমিত বিক্রম রানা।