রাজবাড়ী জেলা প্রতিনিধি।
প্রথমে জেলেদের কাছ থেকে ২ হাজার ১০০ টাকা কেজি দরে মাছটি কিনেছিলেন শাহজাহান শেখ। পরে তিনি কেজিপ্রতি ৫০ টাকা লাভে মাছটি ফরিদপুরের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন
প্রথমে জেলেদের কাছ থেকে ২ হাজার ১০০ টাকা কেজি দরে মাছটি কিনেছিলেন শাহজাহান শেখ। পরে তিনি কেজিপ্রতি ৫০ টাকা লাভে মাছটি ফরিদপুরের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন।
রাজবাড়ীর দৌলতদিয়ায় জেলেদের জালে ধরা পড়া পদ্মা নদীর ১৩ কেজি ওজনের একটি বোয়াল মাছ প্রায় ২৮ হাজার টাকায় বিক্রি হয়েছে। আজ সোমবার ভোরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পাবনার ঢালারচর এলাকার জেলেদের জালে মাছটি ধরা পড়ে।
স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ ভোরের দিকে পাবনার ঢালারচর এলাকার জেলে মোহাম্মদ শেখ ও তাঁর দল ঢালারচর-সংলগ্ন গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম অঞ্চলে পদ্মা নদীতে জাল ফেলতে শুরু করেন। সকাল সাড়ে ছয়টার দিকে জাল ফেলতে ফেলতে তাঁরা ভাটির দিকে ভাসতে থাকেন। দেবগ্রামের শেষ সীমানায় পৌঁছানোর পর জাল গুটিয়ে নৌকায় তুলতেই বড় একটি বোয়াল মাছ দেখতে পান জেলেরা।
পরে মাছটি বিক্রির জন্য তাঁরা দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ীদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করতে থাকেন। সকাল আটটার দিকে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ ২ হাজার ১০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন।
শাহজাহান শেখ মুঠোফোনে বলেন, মুঠোফোনে খোঁজ পাওয়ার পর তিনি ২ হাজার ১০০ টাকা কেজি দরে ১২ কেজি ৯০০ গ্রাম ওজনের মাছটি কিনে নেন। পরে মাছটি বিক্রির জন্য তিনি পরিচিত ব্যক্তিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। এ সময় ফরিদপুরের নগরকান্দা এলাকার আকরাম হোসেন নামের এক ব্যবসায়ী মাছটি কিনতে আগ্রহ প্রকাশ করেন। পরে শাহজাহান শেখ কেজিপ্রতি ৫০ টাকা লাভে ২৭ হাজার ৭০০ টাকায় মাছটি বিক্রি করেন।
স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে পদ্মা নদীতে পানি কমতে শুরু করেছে। তবে বড় মাছ খুব একটা ধরা পড়ছে না। মাছের সন্ধানে স্থানীয় জেলেদের পাশাপাশি রাজবাড়ী, মানিকগঞ্জ, পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলের জেলেরা নিয়মিত নদীতে অবস্থান করছেন। এর মধ্যে আজ ভোরে বড় মাছ ধরা পড়ায় জেলেরা স্বস্তি প্রকাশ করেছেন।