রাজবাড়ী জেলা প্রতিনিধি।
গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার পলাতক ৬ আসামীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ জানায়, দৌলতদিয়া পূর্বপাড়া হাসনা বেগমের বাড়ী থেকে মাদক কারবারী মো. সাইদুলের স্ত্রী রাহেলা বেগম (৪০) কে সাড়ে ৩শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এছাড়াও সাজাপ্রাপ্ত আসামী নুর হোসেনের ছেলে আলামিন, গ্রেপ্তারী পয়োরানাভুক্ত আসামী দৌলতদিয়া পূর্বপাড়া এলাকার মো. কাঞ্চনের মেয়ে সালমা আক্তার, আদর্শগ্রাম এলাকার মৃত নবুর ছেলে ইয়াছিন, মজিবরের ছেলে ইউনুচ, রেজাউলের ছেলে বিশু, আ. মজিদের ছেলে গিয়াসউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply