1. admin@gangchiltv.com : admin :
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১০:২৮ অপরাহ্ন

নড়াইলের গ্রামীণ ভাবনার কবি, “বিপুল বিশ্বাসের”অবিচ্ছেদ্য জীবনির একাংশে।

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৭ ৯৬বার পঠিত

 

মোঃ রাসেল মোল্লা
নড়াইল সদর উপজেলা প্রতিনিধিঃ

 

প্রতিটা মানুষ কিছু না কিছুর নেশায় আসক্ত সেটা যে কোন ধরনের নেশায় হতে পারে,
তেমনি একজন ব্যক্তি আছেন যিনি প্রকৃতি থেকে, সমাজ থেকে, এক কথায় মাটি ও মানুষের হৃদস্পন্দন নিয়ে কিছু শব্দগুচ্ছ, কিছু বর্ন দ্বারা ফুটিয়ে তুলে ধরায় তার যেন একমাত্র নেশা।

আপনি যদি ভেবে থাকেন আমি একজন কবি বা সাহিত্যিকের কথা বলছি তাহলে আপনি ঠিকঠাক ধারনাটাই করেছেন,
হ্য এই ব্যক্তিটির নাম,, নাম বিপুল বিশ্বাস ।
পিতা মৃত কালিপদ বিশ্বাস ।
মা শিখা রানী বিশ্বাস ।
জন্ম 1969 সালের 6 ই ডিসেম্বর ।শিক্ষাগত যোগ্যতা এস এস সি।
জন্ম নড়াইল জেলা আট নং কলোড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে ।
কবিতা লেখা শুরু উনিশ শত সালের মাঝামাঝি থেকে ।প্রকাশিত কবিতা গ্রন্থ *গাঁয়ের আঁচল *এবং *মা মাটি*আরেকটা কবিতা গ্রন্থ প্রকাশের কাজ চলছে ।কবিতা সংখ্যা সহস্রাধিক ।এর পূর্বে যাত্রাপালা,মৃত্যু দিয়ে লেখা,ডাউনির চোখে জল এবং স্বর্গের শয়তান নামক যাত্রাপালা লেখা এবং তা এলাকায় সুনামের সাথে মঞ্চস্থ হয়েছে ।এ ছাড়া তিনটি উপন্যাস লিখেছে ।কিন্তু তা অপ্রকাশিত আছে ।উপন্যাসের নাম ,নিয়তি,অভাগী এবং পদচিহ্ন ।

এই প্রতিভামান ব্যক্তি, তার জীবন জীবিকা নির্বাহ করে কৃষি কাজ করে,, প্রান্তিক পর্যায়ে থেকে তিনি আশা করেন তার এই কবিতা দেশ দেশান্তরে প্রতিটা পাঠকের কাছে প্রিয় হয়ে উঠতে পারে।

তাই তার লেখা বইয়ের প্রকাশ প্রকাশনার জন্য যদি সহমর্মিতা সাহায্যমিশ্রিত হাত বাড়িয়ে দেয়া যায় তাহলে,, পরবর্তী প্রজন্মকে কিছু দিয়ে যাবার স্বার্থকতা খুজে পাবেন এই এই চিরচারিত কবি,,, এর আগেও অনেক পত্রিকায় তার কবিতা তুলে ধরা হয়েছে।

কবি বিপুল বিশ্বাস
ঃ 01744552970

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

আজকের দিন-তারিখ

  • বুধবার (রাত ১০:২৮)
  • ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৭ই রমজান, ১৪৪৪ হিজরি
  • ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © গাঙচিল টিভি ©
Theme Customized By Shakil IT Park