মোঃ আশিকুর রহমান,নেত্রকোনা প্রতিনিধিঃ
মহান স্বাধীনতা যুদ্ধে সর্বাধিক যুদ্ধ পরিচালনাকারী বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদে এঁর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় নেত্রকোণা সদরে বীর মুক্তিযোদ্ধার নিজ বাড়ি নারিয়াপাড়া ফয়জুল উলুম মাদ্রাসায় তার স্মরণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচির মধ্যে দোয়া মাহফিল, সকাল ১০ টায় তাঁর কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সাহিত্য গবেষক আলী আহম্মদ আইয়ুব এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা আবু আক্কাস আহমেদ, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, অধ্যাপক ননীগোপাল সরকার,বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলাীগ নেতা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, হাওরবন্ধু মোঃ ইকবাল হুসেন, কবি তানভীর জাহান চৌধুরী প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধারা তাঁদের বক্তব্যে বলেন, বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদ ছিলেন অসীম সাহসী একজন মানুষ, মুক্তিযুদ্ধকালীন সময় তিনি টাইগার কোম্পানির কমান্ডার ছিলেন, তিনি জেলায় সর্বাধিক সন্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন।
বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক দীর্ঘদিন ইউপি চেয়ারম্যান ছিলেন, সেসময় তিনি অন্যায়ের সাথে মাথানত করেননি। তাঁর পরিবার নেত্রকোণা জেলার সর্ববৃহৎ মুক্তিযোদ্ধা পরিবার।