যশোর জেলা প্রতিনিধি : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে যশোর মেডিকেল কলেজের গাইনি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. নিকুঞ্জ বিহারী গোলদার যশোরের অভয়নগর উপজেলার তালতলা ৭নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে শতাধিক মায়েদের মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছেন। শুক্রবার ১৬ই সেপ্টেম্বর দূপুর ৩টায় অভয়নগর উপজেলার উদীচীর সভাপতি সুনীল দাসের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন মোঃ রেজাউল ইসলাম রেজা ফারাজি ৭ নং ওয়ার্ড কাউন্সিলর নওয়াপাড়া পৌরসভা । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলার ভবদহ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, আব্দুল মোতলেব সরদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট সুলতানা আরিফা মিতা, সাধারণ সম্পাদক অভয়নগর উপজেলা যুব ও মহিলালীগ। এছাড়াও সহকারী চিকিৎসক মনিরুল ইসলাম,৭১বাংলা টেলিভিশন এর যশোর জেলা প্রতিনিধি ইয়াছিন আরাফাত সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় রোগীরা বলেন অর্থের অভাবে শহরে গিয়ে এত বড় ডাক্তারের চিকিৎসা নিতে পারিনা, ডাক্তার বাবু আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সেবা দিচ্ছেন, সাথে ঔষধ দিচ্ছেন এতে আমাদের অনেক উপকার হচ্ছে। আমরা ডাক্তার বাবুর জন্য অনেক দোয়া করি। অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার বলেন গ্রামের স্বল্প আয়ের মানুষ গাইনী ও প্রসূতি মায়েরা নানা জটিল রোগে ভূগলেও অর্থের অভাবে শহরে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নিতে পারেন না। তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে ২০১৬ সাল থেকে প্রায় প্রতি শুক্রবার ও মঙ্গলবার যশোর জেলার বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে তাদের সুচিকিৎসা প্রদান করে যাচ্ছি। তিনি আরো বলেন, পারিবারিক ভাবে বঙ্গবন্ধুর আদর্শে জীবন যাপন করছি। সৃষ্টিকর্তা কর্মময় জীবনে মানুষের আর্শীবাদে সৎ ভাবে জীবন যাপনের সামর্থ দিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আমাদের স্বাধীনতা দিয়েছেন, একটি স্বাধীন বাংলাদেশ দিয়েছেন। তাঁর মহীয়সী সহধর্মীনিকে আমি প্রণাম জানাই, বঙ্গমাতার আত্মার উদ্দেশ্যে এই কাজটি করে আমি আত্ম তৃপ্তি অনুভব করি।