মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
গ্রীষ্মকালীন সাঁতার, ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।১৪সেপ্টেম্বর বুধবার বিকালে ঠাকুরগাঁও বড়মাঠে বালক ও বালিকা ফুটবল ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী ও সমাপনীর আয়োজন করা হয়।
গ্রীষ্মকালীন সাঁতার, ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সমাপনী অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার জনাব খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ এর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন ডাক্তার নুর নেওয়াজ আহমেদ।এ সময় জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ ক্রীড়ামোদী ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
ফুটবল ফাইনাল খেলা বালক দলে চ্যাম্পিয়ন হয় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও বালিকা দলে চ্যাম্পিয়ন হয় রাণীশংকৈল উপজেলা। খেলা শেষে ফুটবল সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।