রাজবাড়ী জেলা প্রতিনিধি।
রাজবাড়ী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাসকে লাঞ্ছিত করার প্রতিবাদে আধাঘণ্টা ট্রেন অবরোধ করে রাখে রাজবাড়ী রেলওয়ের শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল শুরু হয়। এদিকে, ওই ঘটনায় রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস বাদী হয়ে রাজবাড়ী পৌর সভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবুর রহমান পলাশ, স্থানীয় বাসিন্দা কাউসারের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে রেলওয়ে থানায় মামলা দায়ের করেছেন। রাজবাড়ী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস জানিয়েছেন, রাজবাড়ী রেলস্টেশনে নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে স্টেশনের আশপাশের এলাকায় পাকা পিলারের মাঝে লোহার গ্রিল দিয়ে দেয়াল নির্মাণের কাজ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী রেলস্টেশন সংলগ্ন ব্রিজ এলাকায় ওই দেয়াল নির্মাণকালে পৌর সভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবুর রহমান পলাশের নেতৃত্বে স্থানীয় বাসন্দিরা বাধা দেন। সে সময় পলাশ তাকে এবং তার টলিম্যান লিখন শেখকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। ওই ঘটনার পর রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে অসন্তোষের সৃষ্টি হয়।
Leave a Reply